বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, শিক্ষক আবুল খায়ের আজাদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।