বগুড়া প্রতিনিধি সাজু বকুলঃ
কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়ন শিবা কলমা গ্রামের আতা’কে বার্মিজ চাকু সহ গ্রেফতার, তার বিরুদ্ধে ইতিপূর্বের হত্যা, চাঁদাবাজী এবং অস্ত্র আইনের ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
বার্মিজ চাকু অস্ত্র দেখিয়ে দিনে দুপুরে রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয় দিখিয়ে চাঁদাবাজি বিয়ের বাড়িতে গিয়ে মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। শিবা কলমা হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার অমানুষিক নির্যাতন ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতো সে একজন পাণ বিক্রেতার ছেলে তার সঙ্গবদ্ধ একটি চক্র রয়েছে এদের কারনে এলাকাবাসী অতিষ্ঠ গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ তার গ্রামে গিয়ে হাতেনাতে সার্চ করে বার্মিজ চাকু তার কাছে থেকে পাওয়া যায় এবং বিভিন্ন মামলায় জড়িত বিজ্ঞ আদালতে চলমান রয়েছে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে আইনগত ব্যবস্থার মাধ্যমে থানা পুলিশের হাতে তুলে দেন এবং সন্ত্রাসী খুনি আতাকে মামলা অজু করে জেল হাজতে প্রেরণ করেন।