বগুড়া প্রতিনিধি, বকুল সাজুঃ
বগুড়ার কাহালু মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের নুর আলম এর মেয়ে নুরী খাতুন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজে চ্যান্স পান। পারিবারিক অস্বচ্ছলতার কারণে মেডিকেল কলেজে ভর্তির জন্য দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এর নজরে আসলে বুধবার দুপুরে নুরী খাতুনকে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজে ভর্তির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। নগদ টাকা প্রদান করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও নুরী খাতুনের পিতা নুর আলম।