বগুড়া প্রতিনিধি, সাজু বকুলঃ
বগুড়া কাহালু উপজেলায় পাইকড় ইউনিয়নে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে পুড়িয়ে গেছে একটি মোটর সাইকেল। এই ঘটনায় আহত দু”জন রিপন ও উজ্জল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আওয়ামীলীগ কার্যালয়ে হামলার ঘটনায় শ্রী রতন চন্দ্র সরকার (৪৭) ও আবু তাহের মুন্টু (৫২) নামের দু’জনকে গ্রেফতার করেছে থানা পলিশ।
গত শনিবার রাত ৯ টার দিকে বগুড়ার কাহালুর আড়োলা বাজারে পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার রাতেই কাহালু থানায় বিশেষ ক্ষমতা আইনে কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩”শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পাইকড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সারোয়ার কাজী।
পাইকড় ইউ পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিটু চৌধুরী জানান, গত শুক্রবার বিকেলে বিএনপির উপজেলা কমিটির নেতৃবৃন্দ আড়োলায় কর্মীসভা করতে গেলে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বিএনপির নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে আড়োলা বাজারে পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারপর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ভাংচুর করে এবং পাইকড় ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পাইকড় ইউ পি সদস্য হারুনুর রশিদের একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
কাহালু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ জানান, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাকর্মীরা যাতে যেতে না পারে এই জন্য আওয়ামীলীগের নেতাকর্মীরা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, আওয়ামীলীগ কার্যালয়ে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পরেও বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুঁড়েছে। এ সময় পুলিশের সাহসিকতায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই এলাকার পরিবেশ শান্ত করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।