গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১১৪ দেশের ২০০ চিত্রশিল্পী।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চিত্রশিল্পিরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন শিল্পীরা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
চিত্রশিল্পীরা ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্কসহ ১১৪টি দেশের প্রতিনিধিত্ব করছেন।
একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ১৯তম জাতীয় এশিয়া চারুকলা প্রদর্শনীতে ১১৪টি দেশের ২০০ চিত্রশিল্পী অংশ নিয়েছেন। ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১১৪টি দেশের এসব শিল্পী।