আলী আজীম, মোংলা (বাগেরহাট)
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ করতে মোংলা উপজেলা মিঠাখালি ইউনিয়নে অবস্থিত একমাত্র বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে স্মৃতি চারণ উপলক্ষ্যে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এর আগে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় মিঠাখালির বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যা আবু তাহের হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার শেখ সাখাওয়াত হোসেন, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কমর মন্ডলসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। পরে মোংলা পৌর আ’লীগ কার্যালয়ের সামনে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২