মোঃ মিজানুর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
মানবিক বন্ধু, মোঃ সাকু মুসল্লী ৯৩ বন্ধু র অসুস্থের কথা শুনে দেখতে গেছেন, মির্জাপুর বাজার গাজীপুর।
মেজর মোঃ আহসান , মোঃ মিজানুর রহমান রাজেন্দ্রপুর ,
মোঃ ওলি আহমেদ ,
মোঃ তাহাজ্জুল ,
মোঃ শাজাহান ,
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক , দৈনিক সময়ের সংলাপের স্টাফ রিপোর্টার , মোঃ মিজানুর রহমান চৌধুরী , সহ অনেকে।
সবাই অসুস্থ বন্ধু সাকু মুসল্লীর জন্য দোয়া করে এবং সবাইর কাছে দোয়া চেয়েছে ।
মোঃ সাকু মুসল্লী বন্ধুদেরকে পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত হয়। দেশ বাসির কাছে দোয়া চেয়েছে । বিপদে বন্ধুর পরিচয় , শুধু বন্ধু বন্ধুর জন্য নয় সবাইর জন্য থাকতে হবে সব সময় আন্তরিকতা , মানবিক । তাহলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে।