রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক  শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আনিছুর রহমান সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে আটক- ০২ মুন্সীগঞ্জ মিরকাদিমে জেলা বিএনপির পূজা মন্ডপ পরিদর্শনে অনুদান প্রদান শ্রীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ফরহাদ হোসেন কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুরের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার আর নেই  বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কালিগঞ্জের মন্ডপে মন্ডপে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর শুভেচ্ছা  কালিগঞ্জে গ্রীল ও তালা কেটে দশ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অসুস্থ ৭ জন সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

বরগুনায় হাসপাতালে চিকিৎসা না পাওয়া সেই নারী সন্তান প্রসবের পর রয়েছেন মৃত্যুর ঝুঁকিতে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১২৪ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো: সন্তান প্রসবের জন্য বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন দরিদ্র গৃহবধূ লিমা আক্তার। প্রসব বেদনায় তিনি যখন ছটফট করছিলেন তখন হাসপাতাল থেকে জানানো হয়, সেখানে হবে না তার ডেলিভারি। পরামর্শ দেওয়া হয়, একটি বেসরকারি ক্লিনিকে যাওয়ার। পরিবারের সদস্যরা প্রসব যন্ত্রণায় কাতর লিমাকে নিয়ে ছুটে যান সেখানে। কিন্তু তারাও ফিরিয়ে দিয়েছে প্রসূতি মা লিমাকে। এরপর পরিবারের সদস্যরা অন্যান্য ক্লিনিকে ভর্তির জন্য ছোটাছুটির একপর্যায়ে রাস্তার পাশেই একটি গ্যারেজে সন্তান প্রসব করেন তিনি। এভাবে প্রসবের কারণে নবজাতক সন্তান আহত হয় আর অনেক রক্তক্ষরণে জীবনের ঝুঁকিতে পড়েছেন মা লিমা আক্তার।

লিমার পরিবার সূত্রে জানা গেছে, প্রসব বেদনা নিয়ে মঙ্গলবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় লিমা আক্তারকে। প্রচণ্ড প্রসব বেদনায় যখন ছটফট করছিলেন রাত ১০টার দিকে তাকে আল রাজী নামে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে পাঠানোর কথা বলেন জেনারেল হাসপাতালে কর্তব্যরত নার্স। ওই ক্লিনিকে গেলে সেখানেও চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।

এরপর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু কেউ ভর্তি করেননি। ছোটাছুটির একপর্যায়ে প্রসব-যন্ত্রণা মারাত্মক হয়। এমন পরিস্থিতিতে শহরের পশু হাসপাতাল সড়কেই সন্তান প্রসব করেন অভাগা মা লিমা আক্তার। এরপর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মা ও শিশু দুজনকেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

ওই বেসরকারি ক্লিনিকের চিকিৎসক ডা. জান্নাতুল আলম লিমা বলেন, ‘ঘটনাটি ঘটার দুই মিনিটের মধ্যেই আমি ক্লিনিকে আসি। তার আগেই রাস্তার পাশে একটি রিকশার গ্যারেজে সন্তান প্রসব করেন ওই নারী। সন্তান প্রসবের সময় বাচ্চাটাও জখম হয়। এ ছাড়াও বাচ্চা প্রসবের সময় মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বাচ্চা ও মাকে আমাদের হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠাই।

এ ঘটনা জানাজানি হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে শহরে। স্থানীয়দের প্রশ্ন, সরকারি-বেসরকারি অনেক চিকিৎসা সেবা কেন্দ্র থাকার পরেও এভাবে একজন মাকে সন্তান জন্ম দিতে হলো কেন?

এ ব্যাপারে বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ‘বরগুনা শহরে একটি ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল রয়েছে। তা ছাড়া একাধিক বেসরকারি ক্লিনিক আছে। তারপরও একজন মায়ের এভাবে রাস্তায় সন্তান প্রসব করতে হলো। এ ঘটনার তদন্ত করা দরকার।

বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘একজন নারীর সন্তান প্রসবের পূর্ব মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে তা বরগুনাবাসীর জন্য লজ্জাজনক। বরগুনার স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসেবা কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে এই ঘটনা তা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো। বরগুনা সদর হাসপাতালে যদি একজন মাকে চিকিৎসা না-ই দিতে পারবে তাহলে ভর্তি করেছিল কেন? আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, ‘লিমা আক্তার প্রসব বেদনা নিয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথম দিকে ধারণা করা হয়েছিল, তার নরমাল ডেলিভারি হবে। কিন্তু রাতে যখন প্রসব বেদনা শুরু হয়, তখন আমাদের নার্সরা বুঝতে পারেন সন্তানের মাথা আটকে গেছে। তাই তাকে বেসরকারি হাসপাতালে গিয়ে সিজার করার পরামর্শ দেওয়া হয়।

বরগুনা সদর জেনারেল হাসপাতালে সিজারের ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সিজারের ব্যবস্থা আছে কিন্তু অফিস টাইমের বাইরে কেউ সিজার করতে চান না। একশ শয্যার হাসপাতালে তিন শিফটে সিজার পরিচালনার জন্য যে লোকবল প্রয়োজন তা আমাদের হাসপাতালে নেই। লোকবল থাকলে হয়তো লিমা আক্তারকে এই ভোগান্তির মধ্যে পড়তে হতো না।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।