মাসুমা জাহান, বরিশাল ব্যুরোঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাদারকাঠি গ্রামে ৪ বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল (২১ জুলাই) বৃহস্পতিবার বিকেলে শিশুটির মা জানান, গত ১৭ জুলাই রবিবার দুপুরে আমাদের বাড়ির সংলগ্ন প্রতিবেশীদের দোয়া মিলাদ অনুষ্ঠানের পরিবারের সবাই আমন্ত্রিত ছিলাম। সেই সুযোগে পূর্ব পরিচিত পাশ্ববর্তী উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের লম্পট আনোয়ার সিকদার (৫৫) বাড়িতে কেউ না থাকার সুযোগে আইসক্রিমের লোভ দেখিয়ে অটো গাড়িতে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে লম্পট দৌড়ে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে ও শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এক পর্যায়ে জানাজানি হয়ে যায়। নিষ্পাপ শিশুর মা-বাবাসহ স্বজনরা লম্পট আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লম্পট আনোয়ার সিকদারের স্ত্রী বলেন, আমার স্বামী নোংরা মানসিকতার মানুষ। এর আগেও এরকম জঘন্য অপরাধ সে বহুবার করেছে, ছেলে মেয়ে বড়ো হয়েছে লোক লজ্জায় মানুষ কে মুখ দেখাতে পারিনা। এলাকাবাসীর সাথে সাথে আমরাও এই জঘন্য অপরাধের বিচার দাবি করছি।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।