বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ছাদখোলা বাসে বাফুফে গমন চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের  রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন কালিগঞ্জ অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন হাফিজুর রহমান কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে: মুফতী খলীল আহমদ কাসেমী  বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার জরিমানা ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা আটক

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ বার পঠিত
বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে লোক আসছে জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে। নৌকা আর জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মাঠে অধির আগ্রহে অপেক্ষা করছেন তারা।

প্রধামন্ত্রীর জনসভায় অংশ নিতে দূরদূরান্তের কিছু নেতাকর্মী আগেই বরিশাল নগরীতে এসে অবস্থান নিয়েছেন। আজ ৯টার পর থেকেই দলে দলে মাঠে প্রবেশ করতে থাকেন তারা। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লঞ্চ-বাস যোগে বরিশাল নগরীতে এসে মিছিল নিয়ে মাঠে প্রবেশ করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল ১১টার মধ্যে মাঠের একাংশ ভরে যায়। এখনও দলে দলে লোক আসছে বঙ্গবন্ধু উদ্যানে।

তারা জানান, গত ১৫ বছরে বরিশাল অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের প্রতিদান স্বরূপ জনসভা মাঠে এসেছেন তারা। এ অঞ্চলের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে তা এই জনসভায় উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ করবেন তারা।

 

নেতাকর্মীরা জানায়, প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য মাঠে এসেছেন তারা। নেত্রীর আগমন ঘিরে তাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় নেত্রীর বক্তব্য শোনার পর বরিশাল অঞ্চলের মানুষ ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিপুল ভোটে জয়ী করবে আশা তাদের।

বিকেল ৩টায় আনুষ্ঠানকভাবে জনসভা শুরুর কথা জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।