শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

বরিশালে শেরে বাংলা স্মৃতি জাদুঘরটির বেহাল দশা,ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১২২ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ

অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত জাদুঘরটির বেহাল দশা।জরাজীর্ণ ভবনের ছাদ থেকে যখন তখন খসে পড়ছে পলেস্তারা।পিলারে ধরেছে ফাটল।বৃষ্টি হলে জাদুঘরের মধ্যেই চুইয়ে পড়ে পানি।যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে,ভবন সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে তারা।২০২৩ সালের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।

সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা গেছে,অবিভক্ত বাংলার অবিসংবাদিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি রক্ষার্থে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে তার বসতভিটার ২৭ শতক জমির ওপর ১৯৮২ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাদুঘর নির্মাণ প্রকল্প শুরু হয়। জাদুঘরটির দৈর্ঘ্য ৮৩ মিটার এবং প্রস্থ ১৪.৬০ মিটার। ১৯৮৩ সালে জাদুঘরের কার্যক্রম শুরু হয়। চার কক্ষ বিশিষ্ট জাদুঘরটি সাজানো হয় বিরল আলোকচিত্র, শেরে বাংলার ব্যবহৃত আসবাবপত্র, চিঠিপত্র ও শেরে বাংলাকে উপহার হিসেবে পাঠানো সৈয়দ আনিছুজ্জামান নামে এক ব্যক্তির সুন্দরবন থেকে শিকার করা কুমির দিয়ে।

জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থী সাগর বলেন, জাদুঘরটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেরে বাংলার রাজনৈতিক ও ব্যক্তি জীবনের তথ্য এখানে এসে দেখা ও জানা যায়। কিন্তু জাদুঘরের ভবনটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। ছাদের অনেক স্থানের পলেস্তারা খসে পড়েছে।

আরেক দর্শনার্থী সাবিনা আক্তার বলেন,বেশ কয়েকবার এখানে এসেছি।এখন ভেতরে ঢুকতে ভয় লাগছে।কখন ছাদ ভেঙে মাথায় পড়ে।সরকারের উচিত দ্রুত ভবনটি সংস্কার করা।

একেএম আলতাফ নামে আরেকজন দর্শনার্থী বলেন, ৭-৮ মাস আগে থেকেই পলেস্তারা খসে পড়ছে। কর্তৃপক্ষের উচিত ছিল দুই এক মাসের মধ্যে সংস্কার করা। তা না করায় হতাশ হয়েছি। শেরে বাংলা এ দেশের সব রাজনৈতিক দলের জন্য বহুল চর্চা এবং অনুকরণীয় ব্যক্তিত্ব। তার স্মৃতির স্থাপনায় এত উদাসীনতা মেনে নেওয়া যায় না।

শেরে বাংলা স্মৃতি জাদুঘরের কিউরেটর বলরাম দাস বলেন, গত এপ্রিল মাসে পলেস্তারা খসে পড়েছে। চারটি কক্ষের মধ্যে তিনটি কক্ষেরই একই দশা। এছাড়া পিলারের গোড়ার ফাটল থেকে বৃষ্টির দিনে পানি চুইয়ে পড়ে। এতে দর্শনার্থীদের অসুবিধা হয়। তিনি বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন দ্রুতই সংস্কার করা হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা-বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, পলেস্তারা খসে পড়া এবং পিলার ফেটে পানি পড়ার তথ্য আমি জেনেছি। ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এ বছরের মধ্যে সংস্কার শুরু হবে। কোনো কারণে চলতি বছর সংস্কার কাজ না হলেও ২০২৩ সালের মধ্যে ভবনটির পুরোপুরি সংস্কারের কাজ শেষ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।