বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু।

বরিশাল মেডিকেলে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত রোগী এবং স্বজনরা।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত

 

মাসুমা জাহানবরিশাল ব্যুরোঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ দিন যাবৎ বিদ্যুৎ বিভ্রাট চলছে। বৈদ্যুতিক তারের ত্রুুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।বিদ্যুৎ না থাকায় এনজিওগ্র্যাম,সিটিস্ক্যান, এক্স-রেসহ বিভিন্ন প্যাথলজি পরীক্ষা বন্ধ রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।সব মিলিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনসহ হাসপাতালের চিকিৎসক,নার্স ও স্টাফরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়,গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।এরপর প্যাথলজি,সার্জারি ইউনিটের ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল হয়নি।মাঝখানে দু-একদিনের জন্য বিদ্যুৎ পাওয়া গেলেও গত দুদিন ধরে ওয়ার্ড গুলোতে বিদ্যুৎ নেই।শুধু তাই নয়,সিত্রাংয়ের পর থেকে পুরো হাসপাতালে একসঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

হাসপাতালটিতে মোট ওয়ার্ড সংখ্যা ২১টি।এরমধ্যে গত ১৯ দিন ধরে সাতটি ওয়ার্ডে নিরবচ্ছিন বিদ্যুৎ থাকছে না।বিষয়টি বরিশাল গণপূর্ত বিভাগকে একাধিকবার জানানো হয়েছে।তবে তাদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগের তার গুলো অনেক পুরোনো।মাঝে মধ্যে পুরোনো তারের কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটছে।তার গুলো বদলানোর জন্য বিভিন্ন সময় গণপূর্ত বিভাগকে লিখিত ভাবে জানানো হয়েছে।তবে তারা ব্যবস্থা নিচ্ছেন না। তার গুলো না বদলানোর কারণে গত ২৪ অক্টোবর থেকে বিদ্যুৎ বিভ্রাট চলছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর থেকে হাসপাতালে ২১টি ওয়ার্ডে একসঙ্গে বিদ্যুৎ থাকছে না। কখনো সাতটি ওয়ার্ডে বিদ্যুৎ থাকলেও বাকি ১৪টি ওয়ার্ড অন্ধকার থাকছে।ঘুরিয়ে ফিরিয়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, বিদ্যুৎ সমস্যায় এনজিওগ্র্যাম, সিটিস্ক্যান, এক্স-রেসহ বিভিন্ন প্যাথলজি পরীক্ষা বন্ধ রয়েছে।গত দুদিন ধরে সার্জারি ইউনিটের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ হাসপাতালে আরও কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ নেই।এতে ওয়ার্ড গুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ হচ্ছে না|অপারেশন থিয়েটারেও মাঝে মধ্যে বিদ্যুৎ থাকছে না।জেনারেটর দিয়ে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু রাখা হচ্ছে।

হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।