বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

বহু গুণে গুণান্বিত আর,পি রুবেল মু‌ক্তি পা‌চ্ছে নতুন মিউজিক ভি‌ডিও

liton mahmud
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

সময়টা ২০০৮, ক্লোজাপ ওয়া‌নে অ‌ডিশন পর্বে মুন্সিগ‌ঞ্জের গুণী শিল্পী জ‌হির আহ‌ম্মেদ’র গান গেয়ে প্রথম রাউন্ডে সিলেক্ট হই। তবে পরে দ্বিতীয় রাউন্ডে উঠে, তৃতীয় রাউন্ডে গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি।

 

এরপর মুন্সিগঞ্জ জেলার মিরকা‌দিম পৌরসভার ২০০৮ সা‌লে”সৌ‌খিন নাট‌্যগোষ্টি” সংগঠন এ আমার প্রথম মঞ্চ নাটক “সেকা‌লের মোড়ল”- এ অভিনয় করার মধ্য দিয়ে নাট্যাঙ্গনে জড়িয়ে পড়ে।

 

এরপর ২০১০ইং একই নাট্যগোষ্ঠীর “সমাজপ‌তি‌দের গল্প”-এ অভিনয় করি। ত‌বে ২০১২ সা‌লের পর নি‌জে‌কে নি‌য়ে ব‌্যস্ত হয়ে পড়ার কারনে এরপর বেশ কিছু বছর অভিনয় ও সঙ্গীত থেকে কিছুটা দূরে সরে যাই। এভাবেই মুন্সিগঞ্জের খবর পত্রিকা-কে এক সাক্ষাৎকারে বলছিলেন আর,পি রুবেল।

 

এরপর রুবেল ২০২২ইং “বির‌হি মাল‌টি‌মি‌ডিয়া’র” প্রযোজনায় “ফুল ফ‌ড়িং” নামক শর্ট ফিল্মে খল-নায়ক চ‌রি‌ত্রে এবং “আইডি পাস” নামক শর্ট ফিল্মে ইঞ্জিনিয়ার চ‌ত্রিরে অ‌ভিনয় ক‌রেন।

 

একই বছর দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব চ্যানেল “পলক এন্টারটেইনমেন্ট’র” প্রযোজনায় ফুটবল বিশ্বকাপ ২০২২ইং-কে কেন্দ্র করে “Mad Pair (পাগল জুটি)” নামক শর্ট ফিল্মে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক’র মামা চরিত্রে অভিনয় করেন। যে শর্ট ফিল্মটি তুমুল আলোচনার সৃষ্টি হয়েছিল।

 

“শেখ’স ফিল্মস” এর প্রযোজনায় আর,পি রু‌বেল এর অভিনীত “সাধ্যের সুখ” শর্ট ফিল্ম এর শুটিং কার্য ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

 

এছাড়াও বি‌ভিন্ন সময়ে ইউটিউব নাটক ও বেশ কিছু কভার মিউজিক ভি‌ডিও তে অ‌ভিনয় করেছেন এই অভিনেতা।

 

চ‌্যা‌নেল ২১ নিউজ এর প্রোযোজনায় আগামী ২৬ শে নভেম্বর বিকা‌লে “চ‌্যা‌নেল ২১ নিউজ’র” ‌ফেইজবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একযোগে “অ‌নেক সাধনার পরে আমি” শিরোনামে কভার মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তি‌নি। তি‌নি আরো জানান, ২০২২সা‌লের ১৬ ডি‌সেম্বর এই গা‌নের শু‌টিং শেষ হয়।

 

নুর ইসলাম আলী রু‌বেল মিডিয়াতে পরিচিত হয়ে উঠেন আর,পি, রুবেল নামে।

বর্তমানে তিনি, মিরকা‌দিম পৌর সৌখিন নাট‌্য গোষ্ঠীর কার্যকা‌রি সদস‌্য, রক্তদান সংস্থ‌াসহ বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের সা‌থে জ‌রিত আছেন এবং দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন “বাংলা টিভি’র” ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি প‌ত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।