নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পুলিশ ফুটবল ও হকিতে চ্যাম্পিয়ন ডিএমপির ফুটবল ও হকি টিমকে সংবর্ধনা প্রদান ও রাজারবাগে জিমনেশিয়ামের শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম বুধবার (১৫ মার্চ ২০২৩ খ্রি.) সকালে রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১ ও পুলিশ হকি চ্যাম্পিয়নশিপ ২০২২-এ চ্যাম্পিয়ন ডিএমপির ফুটবল ও হকি টিমকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও, তিনি ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২১টি ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ বিভিন্ন টিমের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।