বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা আঞ্চলিক শাখার শহীদ দিবস পালিত
রিপোর্টার নামঃ
আপডেট সময়
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
২৩৪
বার পঠিত
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে উপজেলার বামনডাঙ্গায় বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা আঞ্চলিক শাখা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।দিনটির শুরুতেই সংগঠনটির নেতৃবৃন্দ সকালে দলীয় কার্যালয়ে জাতীয়,শোক ও সাংগঠনিক পতাকা উত্তোলন সহ কালো ব্যাচ ধারন করে। এরপর শোক র্যালী নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,নীরবতার পালন ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করে সংগঠনটি।
দুপুরে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল চত্বরে এক আলোচনা সভায় সংগঠনটি সভাপতি মোঃ জেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ে বামনডাঙ্গা সিনিয়র সাব এ্যাসিটেন্ট ওয়ে কর্মকর্তা মোঃ পলাশ মিয়া।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- সহ সভাপতি লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মিঠু মিয়া, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম,প্রচার সম্পাদক বিপ্লব কুমার ঘোষ,শরিফুল ইসলাম,ফরিদ মিয়া,জহুরুল মিয়া প্রমুখ।