সুদর্শন চক্রবর্ত্তী, নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ২০ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ শুক্রবার সকাল ৯.০০ ঘটিকায় ঢাকার সুপ্রীম কোর্ট অডিটোরিয়াম হলে দিনব্যাপী বাংলাদেশ হিন্দু পরিষদ কর্তৃক আয়োজিত ‘আন্তর্জাতিক হিন্দু সম্মেলন-২০২৩’ ও ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়। অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিভাগীয়, জেলা, উপজেলাসহ আন্তর্জাতিক পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি ও বিশাল আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক হিন্দু সম্মেলন-২০২৩’ এর সভাপতিত্ব করেন হিন্দু পরিষদ আন্তর্জাতিক কমিটির সভাপতি সত্যব্রত কর।
বিকাল ৪.০০ ঘটিকা হতে ৫.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত ‘গুণীজন সংবর্ধনা’-এর সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপঙ্কর শিকদার দিপু। প্রধান অতিথি হিসেবে আ ক ম মোজাম্মেল হক, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এ্যাড, রবীন্দ্র ঘোষ, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী; এস.কে যাদন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ, আওয়ামীলীগ: শ্রী নারায়ন সরকার, উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু পরিষদ, সুবীর সাহা, উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু পরিষদ, এ্যাড. প্রশান্ত কুমার কর্মকার, উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু পরিষদ, সৌমেন সাহা, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী, সমীর দত্ত, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী, লায়ন লিটন নন্দী, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী: ডাঃ প্রীতিভূষণ আচার্য্য, আশীষ দাস, সি. সহ-সভাপতি সহ বাংলাদেশ হিন্দু পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্যে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ তাদের বিভিন্ন বক্তব্যে মানবাধিকার সংগঠন হিসেবে হিন্দু পরিষদের আন্তর্জাতিক নিবন্ধন লাভ করাকে জাতির অস্তিত্ব রক্ষার্থে কালজয়ী প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও বক্তাগণ নির্বাচনী ইশতেহার /২০১৮ ও পূর্বপ্রতিশ্রুতি মোতাবেক ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের জোর দাবী জানান।
আগামী দিনগুলোতে সংগঠনটি মানুষের কল্যাণে নিরন্তর কাজ করতে এই আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে সার্বিক অনুষ্ঠানে নিরাপত্তা প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।