এস এম হুমায়ুন, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় ২ ট্রাক চোরাই কয়লা সহ বাঁধাল বাজারের ব্যবসায়ী সুমন শেখ কে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
জানাগেছে,১২ জুন (সোমবার) সকাল ৯ টায় কচুয়া উপজেলার বাঁধাল বাজার সংলগ্ন বাঁধাল-কচুয়া রাস্তার বক্তারকাঠী নামক স্থানে অবৈধ ভাবে আসা দুই ট্রাক কয়লা আনলোড করছিল।
কয়লা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে কচুয়া থানা পুলিশ এসে কথিত কয়লার মালিক গোপালপুর গ্রামের ধলু শেখ এর পুত্র সুমন শেখ সহ কয়লা ভর্তি ২ টি ট্রাক আটক করে কচুয়া থানায় নিয়ে যায়।
যশোর নওপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কয়লা ব্যবসায়ীর তথ্য অনুযায়ী,আমদানিকারক ছাড়া কেউ ক্যাশ মেমো দিতে পারেনা।নওয়াপাড়ায় অনেক চোর সিন্ডিকেট এ ধরনের কাজ করে থাকেন।
ট্রাক চালকেরা জানান,নওয়াপাড়া থেকে আমাদের চালান করে ট্রাক লোড করে দিয়েছে।কার নিকট থেকে কি ভাবে এনেছে আমরা জানি না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন বলেন,সুমন শেখ কয়লা ক্রয় করেছেন বলে দাবি করেন কিন্তু এখন পর্যন্ত ঐ ব্যবসায়ী কোনো কাগজপত্র বা ক্যাশ মেমো দেখাতে পারেনি।আমি ওসিকে বলেছি কাগজ পত্র না দেখাতে পারলে আইনগত ব্যবস্থা নিতে।
কচুয়া থানা ইনচার্জ মনিরুল ইসলাম বলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুন এর নির্দেশে আমরা ঘটনা স্থলে গিয়ে চোরা কারবারি সুমন শেখ সহ ২ ট্রাক কয়লা আটক করে থানায় নিয়ে আসি।এছারা বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন কাগজ পত্র এখনো দেখা হয়নি সময় লাগবে তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে ব্যাবস্থা গ্রহন করতে বলবে সেটা করবো।
এদিকে অাটকের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও নেই কোন আইনানুগ ব্যাবস্থা।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই ব্যবসায়ী।উল্লেখ্য এই সিন্ডিকেট বহুদিন ধরে সরকারি বিভিন্ন জিনিস চোরাই পথে এনে কয়েকবার ধরা খেলেও ভুয়া বিল ভাউচার তৈরি করে পার পেয়ে যাচ্ছে।
স্থানীয়দের দাবি প্রভাব খাটিয়ে যেন অপরাধী পার পেয়ে না যায়।এটি তদন্ত পূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহন করে অপরাধীর যথাযথ সাজা প্রদান করা হয় যাতে পূনরায় এই ধরনের অপরাধ মূলক কাজ না করে এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।