এসকে এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোশারফ মৃধা (৪২) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বাগেরহাট সদরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭নং কক্ষে অভিযান চালিয়ে ১৮টি ১০০০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ আটক করা হয়।
জেলা পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা পুলিশের একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের প্রাণকেন্দ্র রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলে অভিযান চালিয়ে ১০০০ টাকার ১৮টি জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ পিরোজপুর জেলার মোশারেফ মৃধাকে আটক করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।