বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট পুলিশ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের ২৪নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন উপজেলায় দায়েরকৃত নাশকতা ও চিতলমারী থানা ভাংচুর মামলায় আটক দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে।
বুধবার (৭নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে রামপাল উপজেলা থেকে ৬ জন, মোল্লাহাটে ৯ জন, চিতলমারীতে ৪ জন, কচুয়ায় ৩ জন ও সদর থেকে ২জন বিএনপির ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হল বাগেরহাট সদর উপজেলা রাখালগাছী ইউনিয়ার বিএনপির নেতা গোলজার আলী খান (৫০) ও রাখালগাছী ইউনিয়ার শ্রমিক দলের আহবায়ক এস এম মোরছালিন (৪০)। কচুয়া উপজেলার সোলায়মান শেখ (৫৫), মো: হুমাউন শেখ (৪৮) ও মো: মাহফুজ শেখ (৪০)। চিতলমারী উপজেলার সন্তসপুর ইউনিয়ানের সভাপতি কাজী লায়েকুজ্জামান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপি নেতা মো: দাউদ শেখ, ফজলুল হক বিশ্বাস।
মোল্লারহাট উপজেলায় সোহেল মোল্লা যুবদল, ইসমাইল মোল্লা বিএনপি, সলেমান সরদার ছাত্রদল, মো: মোরশেদ ছাত্রদল, মো: বায়জিদ যুবদল, মো: মিকু বিএনপি। রমপাল উপজেলার যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, যুবদল নেতা শেখ ওলিউর রহমান, বিএনপি নেতা শেখ আজাহার হোসেন, দেলোয়ার হোসেন, জিন্না শেখ।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মো: মোজাফ্ফর রহমান আলম বলেন, দলীয় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও ‘হয়রানিমূলক’ মামলায় পুলিশের ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় আগামী ১০ডিসেম্বর মহাসমাবেশকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট ও নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য পুলিশ এখন বিএনপির নেতা-কর্মীদের আটক করেছে।