কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা টিম।এসময়ে তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২ টি রাম দা, হাসুয়া, লোহা কার্টার, স্যালাই রেঞ্জ, টিপ চাকু, লোহার রড, মোটা রশি, হাতুড়ি, কালো মানকি টুপি এবং একটি প্লাষ্টিক বস্তা উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত সর্দার কবির বয়াতি মোড়েলগঞ্জ উপজেলার সূতালড়ি এলাকার আঃ সত্তার বয়াতির ছেলে। তার নামে বাগেরহাট সদর মডেল থানা,মোড়েলগঞ্জ থানা ও ফকিরহাট মডেল থানায় মোট ২২ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম।
তিনি আরও জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ই ডিসেম্বর গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবির ওসি) সুরেশচন্দ্র হালদার এর নেতৃত্বে একটি টিম তাকে জেলা সদরের ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া এলাকার ঝাউগাছ তলার পাশে ওয়াপদা রাস্তার উপর থেকে তাকে আটক করে। সে ওই সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তার কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২ টি রাম দা, হাসুয়া, লোহা কার্টার, স্যালাই রেঞ্জ, টিপ চাকু, লোহার রড, মোটা রশি, হাতুড়ি, কালো মানকি টুপি এবং একটি প্লাষ্টিক বস্তা উদ্ধার করা হয়েছে। সম্প্রতি সে কারাগার থেকে জামিনে বের হয়ে আবারও ডাকাতির প্রস্তুতি নিয়েছে।