এসকে এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি ও তার দলের নেতাকর্মীরা একদিকে যেমন আন্দোলন সংগ্রাম তীব্র থেকে তীব্রতর করছে অন্যদিকে দলের প্রার্থীরাও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের দিকে।চালাচ্ছে নানা প্রচার প্রচারণা।
এ বিষয়ে আন্দোলনের মাঠে থাকা বাগেরহাটের নারী নেত্রী এ্যাড তালুকদার ফারহানা জাহান নিপা’র বিষয়ে খোঁজ নিয়ে জানাযায়,তিনি ইতিমধ্যে বাগেরহাট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে চালাচ্ছেন প্রচার প্রচারণা।মোড়েলগঞ্জ-শরনখোলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট- ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনি।ফারহানা জাহান নিপা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বর্তমানে জেলা বিএনপির সদস্য তিনি।সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন একি সাথে তার রাজনৈতিক বর্নিল জীবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার ইচ্ছে থেকেই দলীয় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত।আর এজন্য এলাকার জনগণ তার সাথে রয়েছে বলেও দাবি করেন।তিনি মনে করেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের জয়লাভ সুনিশ্চিত।
দৈনিক সময়ের সংলাপের সাথে দেওয়া একান্ত স্বাক্ষাতকারে নারী নেত্রী এ্যাড তালুকদার ফারহানা জাহান নিপা বলেন,এই এলাকার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে বিশ্বাসী ধানের শীষ তাদের কাছে আস্থার প্রতীক। দেশে যদি সুষ্ঠ নির্বাচন হয় আর আমার দল যদি নির্বাচনে অংশ নিয়ে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয় তবে আশা করি এই আসনে ধানের শীষ জয়লাভ করবে।কারন আমার বাবা মরহুম শামছুল আলম তালুকদার বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।সুন্দরবন ৯ নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ডার ছিলেন তিনি একি সাথে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্মমহাসচিব ও ছিলেন।তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছেন তার হাতধরে।আমার বাবার দেখানো পথে আমি ধারাবাহিক ভাবে এলাকার মানুষের উন্নয়ন ও গনতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছি।বিএনপির হাইকমান্ড আমার বিষয়ে অবগত আছেন। তাই দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী আমি।এলাকার মানুষ ধানের শীষ প্রতীক চায়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এ আসনটি উপহার দেয়া হবে বলেও তিনি জানান।ধানের শীষের জন্য আমার মরহুম বাবা জীবন উৎর্সগ করেছেন।বাবার অসমাপ্ত কাজ করার জন্য এলাকার মানুষ আমার পাশে রয়েছে সব সময়।
তার বিষয়ে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এ্যাড তালুকদার ফারহানা জাহান নিপা শুধু নির্বাচনকে সামনে রেখে নয় এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন সব-সময় এবং অনেক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।প্রাকৃতিক দূর্যোগে এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন বহুবার। এলাকার সকল ধর্ম উদযাপনে সমানভাবে কাজ করছেন।এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলেছেন সেই সাথে গনতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় রয়েছেন তিনি।মোড়েলগঞ্জ-শরনখোলা ২ টি উপজেলা নিয়ে গঠিত ৪ আসনে ১ টি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে।