শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩-১১-২০২৩) সকাল ১০টা থেকে অংক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলার, বাঘা-আড়ানী দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানী কেন্দ্রে ৫টি স্কুলের ১২৮ জন, বাঘা কেন্দ্রে ১০ টি স্কুলের ৩৮৮ জন। শনিবার (৪ নভেম্বর) একই ভাবে বাংলা ও ইংরেজি পরীক্ষা হবে।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা- বাবা। ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি নাজমুল হোসেন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।