আলী আজীম, মোংলা (বাগেরহাট)
সুন্দরবন সংলগ্ন লোকালয় বাঘের আক্রমণে একটি গরু মারা গেছে। শনিবার (২২ জুলাই ) বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুন্দরবন ইউনিয়নের গোড়া বুড়বুড়িয়া এলাকায় খালের পাড়ের লোকালয়ে এ ঘটনা ঘটে।
গরুর মালিক সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের আকবার তালুকদারের ছেলে ফারুক তালুকদারের স্ত্রী জানান, এলাকাবাসী গরুটিকে উদ্ধার করে নিয়ে এসে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। তারা তিন ভাগের ১ভাগ ১৫ কেজির মত আমাদের দিছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ কাওছার হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি বিকাল ৩টার দিকে গোড়াবুরবুড়িয়া এলাকায় নদীর তীরে বাঘে গরুটিকে আক্রমন করলে স্থানীরা ছাড়িয়ে আনে। তখন গরুটি জীবিত ছিলো। পরে গরুটিকে জবাই করে যারা উদ্ধার করেছে তারা কিছু নেয়। গরুটিতে ৪৫কেজির মত মাংস হবে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের জিউধরা ষ্টেশন কর্মকর্তা অনিমেশ সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২