আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটর শোভাযাত্রা সহযোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অধ্যক্ষ আবু আহমেদ, মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে জামাত-বিএনপি সংখ্যায় বেশী ছিলো। বর্তমানে সংখ্যায় আওয়ামী লীগ অনেক বেশী। পূর্ব ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাদের নৈরাজ্যকে প্রতিহত করার সময় এসেছে।
বক্তরা বলেন, বিএনপি- জামায়াত আবারও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা দেশব্যাপী জালাও পোড়াও শুরু করেছে। তারই প্রতিবাদে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভ সমাবেশের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। এ জেলা কোন অঘটন না ঘটাতে না পারে সেজন্য জেলা আওয়ামী লীগ সব সময় মাঠে আছে।
পরে মটরসাইকেল শোভাযাত্রা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।