শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ সুন্দরগঞ্জে “যতটুকু পারি” সামাজিক সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমান। অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎

বিএনপি নেতা শামছুল হকের বিরুদ্ধে বানোয়াট অপপ্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে “তাহিরপুরে আওয়ামীলীগনেতা সামসুল হক এখন বিএনপিনেতা! অবধৈ বাংলা কয়লা ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন তিনি” শিরোনামে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ সংবাদকে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত দাবি করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজ্বী শামছুল হক। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় চোরাই কয়লা আনতে ও চাঁদাবাজি করতে বাধা দেয়ায় শামছুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন দলীয় রাজনৈতিক প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে উপজেলার কলাগাঁও এলাকায় তার নিজ অফিসে সাংবাদিকদের কাছে ভূক্তভোগী বিএনপি নেতা হাজ্বী শামছুল হক এমন অভিযোগ করেন। বিএনপি নেতা হাজ্বী শামছুল হক সাংবাদিকদের বলেন. আমি ও আমার পরিবার বিগত চার দশক যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ৯০ দশক থেকে, স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনেও সক্রিয়ভাবে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন প্রতিহত করতে গিয়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে তাহিরপুর থানায় আমার নামে মামলা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জনগণের পাশে থেকে বিজয়কে অপরিহার্য ও অনিবার্য করে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করেছি। আমার পরিবরের অধিকাংশ সদস্য সক্রিয় বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকার কারণে বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে মামলা ও হামলার শিকার হয়েছে। এছাড়াও আমি এবং আমার পরিবার দীর্ঘ কয়েকবছর যাবৎ বিভিন্ন বৈধ ব্যবসার সাথে জড়িত। অবৈধ বাংলা কয়লার সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই। গত ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর থেকে কিছু দলীয় পদধারী চাঁদাবাজ আমার ইউনিয়ন যেহেতু সীমান্ত এলাকা তাই এখানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লা থেকে চাঁদাবাজি করে আসছিলো। দলীয় সিদ্ধান্ত চাঁদাবাজ এর বিরুদ্ধে থাকায় আমি এই চাঁদাবাজদের সহযোগিতা না করায় এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমার অবস্থানের কারনে রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে একই এলাকার হাবিবুর রহমান হাবি, ইমরান শাহ্, রাজু মিয়া আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ও সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে। তারা বিভিন্নভাবে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। সম্প্রতি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে “তাহিরপুরে আওয়ামীলীগনেতা সামসুল হক এখন বিএনপিনেতা! অবধৈ বাংলা কয়লা ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন তিনি” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার অপপ্রয়াস মাত্র। তিনি আরো বলেন, দিনশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্টনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা চাঁদাবাজ মুক্ত করার জন্য আমি সবসময় কাজ করে যাব। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাবিবুর রহমান হাবি, ইমরান শাহ্ ও রাজু মিয়া রতন এমপির সাথে গভীর সম্পর্ক রেখে ফয়দা নিয়েছে বলেও জানান বিএনপি নেতা শামছুল হক।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।