আমি বিজয় দেখেছি, কবি, নজরুল বাঙালী ।
হে বিজয় তোমাকে পাওয়ার জন্যে তো
বাংলার রক্তে ভিজা সিক্ত মাটি আর
সবুজ ঘাসের উপর রক্তের থোকা থোকা
চাপ, হারাতে হয়েছে আমাদের কারো মা বাবা ভাই বোন ও নিকটতম আত্মীয় স্বজন কে।
হে বিজয় তোমাকে পাওয়ার জন্য যদিও ব্যাকুল হয়েছে মন তবে ভাবিনি কখনো
এত বড় আত্মত্যাগের স্বীকার হতে হবে ।
৩০ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনেদের ইজ্জত এর বিনিময়ে তোমাকে পাওয়া।
হে বিজয় আমি মুক্তিযুদ্ধ দেখেছি পাক হানাদার বাহিনীর কতৃক নিরীহ বাঙালী
কে হত্যা গুম খুন এ দেশের বুদ্ধিজীবীদের
উপর নির্মম নির্যাতন হত্যা করতে দেখেছি
দেখেছি রাজাকার আল বদর আলসামস বিহারিদের অত্যাচার ও নিরীহ বাঙালীদের গলায় ছুরি চালাতে দেখেছি
তার পর এ দেশীয় মীর জাফরদের দালালি দেখেছি ।
হে বিজয় যদিও তোমায় পেয়েছি এক
সাগর রক্তের বিনিময়ে হাজারো আর্তনাদ
স্বজন হারানোর বেদনায় বিষাদে ভরে গেছে মন তবুও শান্তনা এই পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত বিহরঙ্গের মত নিজ
মাতৃভূমিতে নিজের মত করে স্বাধীনতার
সাদ উপভোগ করছি।আর পৃথিবীর ভুকে স্থান করে নিয়েছে একটি স্বাধীন ভূখণ্ড আর সেটি হলো আমার প্রিয় বাংলাদেশ
যাকে আমি আমার মায়ের মত ভালো বাসি।