রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত
বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে গতকাল শুক্রবার বেজে উঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ধামামা। এর মধ্যে গতকালই অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। আজ গ্রুপপর্বের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্লোয়েমফনটেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুুপুর ২ টায়।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ জমজমাট হয়ে উঠছে। সর্বশেষ দেখায়ও ভারতের শক্তিশালী দলতে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের যুবাদের কাছে দিনদিনই প্রত্যাশা বাড়ছে দেশীয় ক্রিকেট ভক্তদের।

টাইগার যুবাদের কাছে বাংলাদেশের ভক্তরা চাইতেই পারে, ভারতে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করুক তারা। কারণ, ২০২০ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল জুনিয়র টাইগাররা। যদিও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে বাংলাদেশ যেহেতু সবশেষ দেখায় ভারতীয়দের হারিয়েছে, তাই বাংলাদেশকেও ফেবারিট মানতে হবে।

সবশেষ ৫ দেখায় বাংলাদেশ-ভারতের সাফল্য প্রায় কাছাকাছি। তিন ম্যাচ ভারত জিতলেও বাংলাদেশেরও ছিল দুটি দাপুটে জয়।এই ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাস একটি বেশিই থাকবে। কারণ, বিশ্বকাপের আসর শুরু হওয়ার একদিন আগে শরীর উষ্ণকরণের ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। অসিদের ১৬৫ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহফুজুর রহমান রাব্বি। অপরদিকে ভারতকে নেতৃত্ব দিবেন উদয় শাহারান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।