মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
আজ বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে বিশ্বতান সংগঠন এর পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংগঠনের সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ডাঃ জি এস সামশুদ্দিন, সহ প্রধান উপদেষ্টামন্ডলী স্নিগ্ধা আচার্য্য,ও তপন দাশ।স্থায়ী কমিটির রুবেল চৌধুরী এবং সভানেত্রী নিবেদিতা আচার্য্য,সাথে সভাপতি নরেন সাহা, সাধারণ সম্পাদিকা অর্পিতা আচার্য্য,অর্থ সম্পাদক কনক বিশ্বাস।
সদস্যদের মধ্য ছিলেন অংকিতা আচার্য্য, ডাঃ বিজয়নী,ডাঃমিথুন শ্রাবন্তী,তূর্ণা,এসডি গুপ্তা সুমি,অনিন্দম,মৈত্রী, চম্পক, ঝুমুর, সুর্বনা,রাজীব, শাওন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেনঃ অশোক দাশ ও সবুজ সাহা।
পৃষ্ঠোপোষকতায় ছিলেন : লায়ন সাইদুর রহমান, সুমন আচার্য্য।