এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বোয়ালখালীতে বিদ্যুৎ তার সরাতে গিয়ে তারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (২৮) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইনের কাজ করতেন বলে জানা যায়। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী পৌর সদরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হন সাকিব। নিহত সাকিব কক্সবাজার জেলার রামু উপজেলা চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ বলেন, বেলা ১২টার দিকে সাকিব নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
বোয়ালখালী থানা সূত্র জানা যায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।