এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী প্রতিনিধিঃ
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে চট্টগ্রাম বোয়ালখালী থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ সোমবার সূর্যোদয়ের সঙ্গে বোয়ালখালী উপজেলা সদরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরবর্তী সময়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারের নেতৃত্বে এবং বোয়ালখালী থানার (তদন্ত) অফিসার খাইরুল ইসলাম সহ বোয়ালখালী থানার সকল পুলিশ সদস্য বৃন্দের পক্ষ থেকে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের পতাকা, সেসব বীর সেনানীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা শেষে বীর শহীদের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও বিশেষ মুনাজাত করা হয়। তিনি আরো বলেন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানান তিনি।