ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ০৯ নং ওয়ার্ডের গফুর হাওলাদার বাড়িতে গত ০৬ জুলাই জমি দখলের চেষ্টায় ১২ টি ফলন্ত সুপারি গাছ কাটার অভিযোগে অভিযুক্ত বাদশা হাওলাদার।
গণমাধ্যম কর্মীদের প্রত্যক্ষ দর্শনে সর্বমোট ১২টি টি সুপারি গাছ কাটার ছবি ও ভিডিও ফুটেজ বিদ্যমান।
এ প্রসঙ্গে ভুক্তভোগী ফারুক হাওলাদার বলেন, বহু বছর যাবত আমার ক্রয়কৃত ভোগ দখলীয় ২১ শতক জমির /বাগানের ১২টি গাছ কাটেন আমার বড় ভাই বাদশা হাওলাদার।উক্ত জমির দলিল, পর্চা ও দাখিলা আমার কাছে আছে। বাদশা আমার জমি জোরপূর্বক দাবী করে।সে আমার ১২ টি গাছ কেটে ফেলেছে।আমি এর বিচার চাই।
এ প্রসঙ্গে বাদশার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
স্থানীয় মেম্বার আলমগীর বলেন, বাদশা উক্ত জমিটি পরিমাপের কথা বলে কিন্তু দুই পক্ষ উপস্থিত ছিল না বিধায় আমি সেখানে উপস্থিত হইনি।তারা যদি আপস মীমাংসায় বসে আমি তাদেরকে সহযোগিতা করব।তবে ফারুকের গাছ কাটার বিষয়টি আমি শুনেছি।