শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাড়ি উল্টে আহত ৭ জন। 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

মহসিন পারভেজ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরায় চলন্ত পিকাপ উল্টে পিকাপে থাকা ১৭ জনের মধ্যে ৭ জন গুরুতর আহত হয়েছেন।

সকালে কুমিল্লা জেলার মুরাদনগর চয়নিকা ব্রিকস ফিল্ডস থেকে একটি পিকাপ ঢাকা মেট্রো ন-১৮-০৪৯৬ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসে।সোমবার দুপুরে আনুমানিক ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোও হয়েছে।গাড়িতে থাকা অন্যদের কে প্রাথমিক চিকিৎসা করা ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের,তারা চয়নিকা ব্রিকস ফিল্ডের শ্রমিক হিসাবে কর্মরত ছিলো

এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকুল চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোও হয়ছে।

তিনি আরো বলেন গাড়ি দূর্ঘটনা প্রতিরোধে আমরা গাড়ির চালকদের কে ট্রাফিক আইন ও রোড সাইন মেনে চলার জন্যে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি ,চালকরা যদি ট্রাফিক আইন ও রোড সাইন মেনে গাড়ি চালাই এতে করে মহা সড়কে গাড়ি দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।