আলী আজীম,মোংলা (বাগেরহাট):
ব্র্যাক মোংলা এলাকা অফিসের আইন সহায়তা ক্লিনিক পরিদর্শন করেন পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
শুক্রবার (১৯ মে) সকাল ১১ টায় মালগাজী এলাকায় ক্লিনিক সংক্রান্ত আপডেট তুলে ধরেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মোংলা উপজেলার এ্যাসোসিয়েট অফিসার কৃপারঞ্জন মন্ডল।
উপমন্ত্রী আইন সহায়তা কার্যক্রমের সকল তথ্য মনোযোগ সহকারে শোনেন এবং ব্র্যাকের এই কার্যক্রমের জন্য সাধুবাদ জানিয়ে তিনি বলেন, নারীদেরকেই বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হতে হয়। আইন সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগীকে সরকারী-বেসরকারী প্রশিক্ষণের সাথে যুক্ত করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রচেষ্টাও অব্যহত রাখতে হবে।
আইন সহায়তা ক্লিনিক ডিজিট করার সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।