পিংকি রহমান ,(লৌহজং)মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নূরে জান্নাত ঐশী ও মোঃ হাসিবুর রহমান ফাহাদ ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশগ্রহণ করেছে (২৬ফেব্রুয়ারি-০২মার্চ) ।
তারা দুই ভাই বোন ২০১৯ সালে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছে। হাসিবুর রহমান ফাহাদ ২০২২ এবং ২০২৩ সালে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। তাদের বাবা মুহাম্মদ জাহিদুল ইসলাম সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং মা রেশমা আখতার সরকারি বেজগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দুইজনেই ছোটকাল থেকে স্কাউটের সাথে যুক্ত রয়েছে। তারা উপজেলা, জেলা, আঞ্চলিক, জাতীয় ক্যাম্প ও এশিয়া প্যাসিফিক ক্যাম্পে অংশগ্রহণ করেছে। তারা স্কাউটিংয়ের মধ্য দিয়ে আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।
ঐশী ও ফাহাদের বাবা মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষাক্রমের সাথে সম্পৃক্ত থাকলে তারা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হবে। আর এজন্যই আমি আমার ছেলে মেয়ে দুজনকেই প্রথম শ্রেণি থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক স্কাউটিং ও বিনোদনমূলক সকল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রেখেছি।
যার কারণে তারা প্রথম শ্রেণি থেকে অদ্যাবধি উক্ত বিষয়গুলোতে উপজেলা থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নৈপুণ্যতার সাক্ষর রেখেছে। তাদের এ ধারাবাহিক সাফল্যের পেছনে যারা মেধা ও শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে তারা যাতে আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে পারে এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।