বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ভূমিদস্যুর কবল থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধাকন্যা পিংকির আকুতি!

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর খোর্দ্দ তামপাট সর্দার পাড়ায় মরহুম বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী (সেনা সদস্য) তার স্ত্রী মোছা: জহুরা বেগমকে ১৯৮৮ সালে সাব কবলা দলিলমূলে ৭২ শতাংশ জমি হেবা দানপত্র করে লিখে দেন। সেই জমি থেকে তাদের একমাত্র কন্যা মাজেদা বেগম পিংকি ৪২ শতক জমি ভোগ দখল করে আসছেন। বাকি ৩০ শতক জমি জনৈক কবির উদ্দিন জালিয়াতি ও দলিল প্রতারণা করে উক্ত জমি দখলপূর্বক বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এ বিষয়ে সুনির্দিষ্ট মামলা আদালতে চলমান আছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কবির উদ্দিনের বাড়ি গংগাচড়া মহিপুরে। তিনি পিংকির বাবার বাড়িতে কাজের লোক হিসেবে ছিলেন। কোন আত্মীয় বা রক্তের সম্পর্কের কেউ না হয়েও পরে পিংকির বাবাকে দাতা দেখিয়ে চারটি ভুয়া দানপত্র দলিল সৃষ্টি করেন। তিনি পিংকির পরিবারের কেউ না হয়েও সবার অজ্ঞাতে ভূয়া দলিল প্রতিষ্ঠার অপচেষ্টায় আদালতে মিথ্যা মামলা দায়ের ও সত্য গোপন করে ৬০ শতাংশ জমির ডিক্রি নেন এবং ঐ ৬০ শতকসহ ১ একর ৫২ শতক জমি অন্যের নিকট বিক্রি করেন। পিংকির জমির খতিয়ান নং-এসএ-১৪৫ ও সিএস-৯০।

কবির উদ্দিনের ভূয়া দলিলের খতিয়ান নং-সিএস-৮৯, এসএ-৯৫। উল্লেখ্য যে, কবির উদ্দিন বিভিন্ন ব্যক্তিকে যে দলিলগুলো দিয়েছেন তা অরিজিনাল দলিল নয়, এছাড়াও উক্ত কবির উদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে সমাজে পিংকির সুনাম ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এই উদ্দেশ্যে কবির উদ্দিন রংপুরের চ্যানেল টুয়েন্টি ফোর ও প্লাস টিভি টুয়েন্টি ফোর-এর সাংবাদিকদের দিয়ে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্পকাহিনী ছেড়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবী পিংকির।

সাংবাদিক সম্মেলনে পিংকি দাবী করেন, কবির উদ্দিন গং একাধারে জমি সংক্রান্তসহ ১০/১২টি মামলা করেছে, এ সকল মামলা বিজ্ঞ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। পিংকি বলেন, বর্তমানে কবির উদ্দিন গং আমাকে হয়রানী করার কোন পথ খুঁজে না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারকারী চ্যানেল টুয়েন্টি ফোর ও প্লাস টিভি টুয়েন্টি ফোরসহ যারা আমাকে হেয় প্রতিপন্ন করার কাজে জড়িত আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রমাণাদি উপস্থাপণ করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমি একজন অসহায় মেয়ে, আমাকে সহযোগিতা করার কেউ নেই, তাই কবির উদ্দিন গং কৌশলে আমার স্থাবর, অস্থাবর সম্পত্তি জবর দখল করার পাঁয়তারায় লিপ্ত আছেন। আমি আপনাদের মাধ্যমে এই ভূমিদস্যুর কবল হতে রক্ষা পেতে সবার সহযোগিতা চাই। আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা জেনে শুনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ আপনারাই রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। আপনারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন না করলে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনে অনেক খারাপ প্রভাব পড়বে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।