আলী আজীম, মোংলা (বাগেরহাট)
চিকিৎসা সেবার নামে মানুষকে ভুল রিপোর্ট দিয়ে প্রতারনার দায়ে মোংলার খাঁন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) আই জি ই (এলার্জি) এর রিপোর্ট ভুল দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ অভিযান চালিয়ে মোংলার কলেজ রোড এলাকার খাঁন ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করেন।
ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী মো: ইব্রাহীম হোসেন জানান, ক্লিনিকে আমার কর্তব্যরত যে ল্যাব টেকনোলজিস্ট আছে সে আই জি ই (এলার্জি) রিপোর্টর নেগেটিভ আছে কিন্তু রিপোর্টার পজেটিভ দিয়ে দিছে।
এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, যে কোনো চিকিৎসার শুরুতে চিকিৎসকরা ডায়াগনস্টিক টেস্ট করতে দেয়। এই টেস্টের রিপোর্ট দেখে তারা ওষুধপত্র দেয়, চিকিৎসা শুরু করে। যদি রিপোর্ট ভুল আসে তাহলে রোগী সঠিক চিকিৎসা পাবে না।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২