আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধিঃ
সৌদিআরবের পবিত্র শহর মক্কার গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হেরামের) ২১০টি গেটে ৬০০ জনেরও বেশি কর্মচারী নিযুক্ত করা হয়েছে, যাতে ইবাদতকারী ও ওমরাহ্ হজ পালনকারীদের উন্নত মানের সেবা প্রদান করা যায়, গত মঙ্গলবার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্স এই তথ্য জানিয়েছেন।
গ্র্যান্ড মসজিদের গেট বিভাগের প্রধান, ফাহাদ আল-মালিকি বলেন, গেটের দায়িত্বে থাকা কর্মচারীরা সবসময় এটা নিশ্চিত করবে যে মসজিদে হজযাত্রী ও ইবাদত করতে আসা নামাজিদের সাথে থাকা লাগেজ, খাবার এবং অন্যান্য নিষিদ্ধ জিনিস নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে না পারে, সকল কর্মচারীদের খেয়াল রাখতে হবে যাতে মসজিদটি সবসময় পরিষ্কার রাখা হয়।
এতে করে মানুষ আরামে ও নিরাপদে ইবাদত করতে পারবে।
তিনি আরও বলেন, মসজিদের গেটের নাম ও সংখ্যা মুসল্লিদের হারিয়ে যাওয়া থেকে বিরত রাখবে এবং তাদের চলাচল ও প্রস্থানের সুবিধা নিশ্চিত করবে ।