উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর দক্ষিণ-পশ্চিমপাড়া জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিটি প্লাজা অফিস রুমে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন এস এম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মসজিদ কমিটির সভাপতি আতিয়ার রহমান, কোষাদক্ষ গোলাম রব্বানী প্রমুখ।