উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকার এক হাসপাতালে মৃত্য বরণ করেছে মেহেদী হাসান রাজিব নামের কলেজ ছাত্র। নিহতের নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে। রাজিব যশোর জেলা ছাত্রদলের সহ-মানবিধীকার সম্পাদক ও সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের লক্ষনপুর। পিতা একজন সাধারণ কৃষক। পিতার বড় আশা ছিল ছেলে ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মত মানূষ হবে। রাজনীতিতে সোচ্ছার হয়ে দেশের মুখ উজ্জল করবে। কিন্তু অভাগা আজ সেটি হলো না। মরণব্যাধী রোগ ক্যান্সারে আক্রান্ত হয় ছেলেটি। বহু চেষ্টা করে চিকিৎসা সেবা দিয়ে বাঁচাতে পারেনি। এদিকে রাজিবের অকাল মৃত্যুর সংবাদ শুনে যশোর ও মণিরামপুরের বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজিবের বাড়িতে ছুটে আসেন এবং তার পিতা মাতাসহ পরিবার পরিজনদের শান্তনা দেন।