উত্তম চক্রবর্তী,মণিরামপুর:
যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ও পার্শ্ববর্তী ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার কাঁঠালতলা বাজারে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, আওয়ামীলীগ নেতা এড. বশির খান প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রাজগঞ্জ বাজারে নির্মাণাধীন বঙ্গবন্ধু মুরাল ও উন্মুক্ত অডিটিরিয়ামসহ সকল উন্নয়ক কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, তরুন আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চাকলাদার, প্রভাষক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, এমএম ইমরান খান পান্না সহ আওয়ামীপন্থী নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।