উত্তম চক্রবর্তী,মনিরামপুরঃ
মণিরামপুরের কুয়াদার আঞ্চলিক ভেনুতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকালে আঞ্চলিক পর্যায়ে কুয়াদা স্কুল এন্ড কলেজ ভেনুতে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কুয়াদা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নুরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুয়াদা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াজেদ আলী।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য শিবপদ দাস, শামীম আক্তার, দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহাররঞ্জন রায়, শরীর চর্চা শিক্ষক আনোয়ার হোসেন, আসাদুজ্জামান, নজরুল ইসলাম, আব্দুল খালেকসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বালক বিভাগে ফুটবল, কাবাডি ও হ্যান্ডবলে কুয়াদা স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও একই ইভেন্টে বালিকা বিভাগে কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অপরদিকে বয়স ভিত্তিক সাঁতারে বালক ও বালিকা উভযে দেলুয়াবাড়ি মাধ্যমিক এবং দাবায় টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসা, কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। আগামী বৃহষ্পতিবার একই ভেন্যুতে জোন ভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে।