মোহাম্মদ সোলাইমান হাটহাজারী,চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা ১ নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর ফায়ারিং সেন্টারের পশ্চিমে পাশের মধ্যখীল
হযরত খাজা গরিবে নেওয়াজ (রাঃ)আস্তানা শরিফের।
কার্যকরী কমিটির উদ্যোগে ২৭জানুয়ারী ২০২৩ইং
৪ঠা রজব ১৪৪৪ রোজ শুক্রবার সকাল ১০টা অনুষ্ঠান আরম্ভ হয় ৩৩ তম বার্ষিক ওরশ মোবারক উদযাপন উপলক্ষে প্রধান অতিথি সদস্য প্রচার ও প্রকাশনা উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক উপ প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাবেক উপাচার্য সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসেল
প্রধান বক্তা খতিব মুন্সিপাড়া জামে মসজিদ পশ্চিম দেওয়ান নগর হযরত মাওলানা হাফেজ ক্বারী মোঃ সাহেব (মাঃজিঃআ)
প্রধান ওয়োইজ খতিব রঙ্গিপাড়া শাহী জামে মসজিদ পশ্চিম দেওয়ান নগর হযরত মাওলানা মোঃ মফিজুর রহমান আল কাদেরী (মাঃ জিঃআঃ)।
উদ্বোধক খতিব মধ্যখীল খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরী (মাঃজিঃআঃ)।
বিশেষ অতিথি সাবেক খতিব হযরত খাজা গরীবে নেওয়াজ বার আউলিয়া জামে মসজিদ হযরত মাওলানা ইমাম উদ্দীন আল কাদেরী (মাঃজিঃআঃ)
বিশেষ বক্তা খতিব সিদ্দিকিয়া মঈনিয়া জামে মসজিদ পশ্চিম দেওয়ান নগর হাফেজ মাওলানা মোঃ ফয়সাল
মোল্লা আল নঈমী (মাঃজিঃআঃ)
।সঞ্চালক প্রচার সম্পাদক খাজা গরিবে নেওয়াজ আস্তানা শরীফ কার্যকারী কমিটি মাওলানা হাফেজ মোঃ আবদুল মোতালেব।
সভাপতিত্বে বর্তমান পেশা ইমাম আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামে মসজিদ হযরত মাওলানা মোঃ ক্বারী নুরুল হক জালালী (মাঃজিঃআঃ)।
আয়োজনে সভাপতি নূর হোসেন মেম্বার
সহসভাপতি নুরুল আজম সওদাগর ,সহসভাপতি আবু জাফর কোম্পানি, সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সওদাগর,অর্থ সম্পাদক নুরুল হক জালালী, সহ অর্থ সম্পাদক মহিউদ্দিন। প্রচার সম্পাদক হাফেজ মোতালেব সিনিয়র সদস্য মোঃ মহুরম আলী সওদাগর সালাউদ্দিন ভান্ডার হাসেম ভান্ডার। পরিশেষে
সকাল ১০ টা খতমে কোরআন মাহফিল ছেমা মাহফিল পরেরদিনে ভোর তবারুক বিতরণ।