মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ইউওনো’র পদ শূন্য হওয়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । নবগঠিত মধ্যনগর উপজেলার ১ম ইউওনো নাহিদ হাসান খান গত ৩০মে বদলী হওয়ায় উপজেলার ইউওনো পদটি শুন্য হওয়ায় প্রশাসনিক কাঠামো তৈরির ক্ষেত্রে, দেখা দিয়েছে প্রশাসনিক কার্যক্রমের স্থবিরতা।
১ বছরের মাথায় কর্মরত ইউএনও নাহিদ হাসান খানকে বদলির খবরে এলাকায় চলছে আলোচনার গুঞ্জন,বেড়েছে জনদুর্ভোগ। এদিকে ধর্মপাশা ইউএনও শীতেষ চন্দ্র সরকারকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে কতৃপক্ষ। এতে জনদুর্ভোগে পরেছে এলাকাবাসী,
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ইউএনও শীতেষ চন্দ্র সরকার ৪ জুন রবিবার প্রথম অফিস করেন মধ্যনগর অস্থায়ী কার্যালয়ে। তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন,ধর্মপাশায় কাজের চাপ বেশি থাকায় সপ্তাহে একদিন বুধবার মধ্যনগর অফিস করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি এছাড়া বিশেষ কোন প্রয়োজন হলে এখানে অফিস করতে পারি। জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুত ইউওনো পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।
এসময় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি যায়যায়দিন প্রতিনিধি এম এ মান্নান, নির্বাহী সভাপতি আজকের পত্রিকা আতিক ফারুকী, সাধারণ সম্পাদক ভোরের ডাক অমৃত সামন্ত, সাংগঠনিক সম্পাদক কালেরকন্ঠ আল আমিন আহমেদ সালমান, দপ্তর সম্পাদক গণকন্ঠ আতাউর রহমান বাশার প্রমুখ।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২