মধ্যনগর(সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলার ইউএনও নাহিদ হাসান খান, এসময় এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে, বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমুল, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নূরনবী তালুকদার,বীর মুক্তিযুদ্ধা নূরুল হক, সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, মাটিয়ারবন ক্যামকমান্ডার আঃ রাজ্জাক, মোহনপুর ক্যামকমান্ডার আইনুল হক,সাংবাদিক আতিক ফারুকী, কুতুবউদ্দিন তালুকদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রশাসনের তৎপরতায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। ওসি মোঃ জাহিদুল হক বলেন, মাদকের ছড়াছড়ি এখন আর আগের মতো নাই, মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর পর, অনেক নিয়ন্ত্রিত হয়েছে,মাদক নির্মূলের বিষয়ে কারও সাথে কোনো আপোষ করিনা। এছাড়াও জনস্বার্থে সমাজের বিভিন্ন অপরাধ অরাজকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যাবস্হা নিয়ে আইনের আওতায় আনা হবে।