মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের করুয়াজান গ্রামের মোঃ মনতাজ আলীর খড়ের ঘরে আগুনের ঘটনা ঘটেছে। জানা যায় বৃহস্পতিবার দিন গত গভীর রাতে প্রায় ২ টার সময় অগ্নিকাণ্ডের পর, গোয়াল ঘর সহ আগুনে পুড়ছে হাঁস মুরগী সহ বিভিন্ন মালামাল ও দুটি গরু আশংকা জনক অবস্থায় গ্রামবাসী উদ্ধার করেছে । এতে বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। জানা যায়, আগুন অনেকটা ছড়িয়ে গেলে মনতাজ এর স্ত্রী জ্যোস্না বেগম টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে ঘটনা স্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় কবলিত মনতাজ মিয়াকে মধ্যনগর উপজেলার ইউএনও নাহিদ হাসান খান ঘটনা স্থল পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধান মন্ত্রী ও জেলা প্রশাসক এর পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা করেন। এবং ৩ বান ঢেউ টিন ক্ষতি গ্রস্তদের হাতে তুলে দেন। সেই সাথে জমশেরপু অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত নিবারন সরকারকে ৩ বান ঢেউটিন দেওয়া হয়েছে। পরিশেষে সরকারের কতৃপক্ষের সহায়তার আশ্বাস দেন। এসময় মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ মান্নান, ইউপি সদস্য সনেট তালুকদার, নূর আহমদ, সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।