মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের এলজিএসপি ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে , জানা যায় বিভিন্ন প্রকল্প টি আর কাবিখা, এল জি এস পি, (৩) এর টাকা আত্মসাৎ মাদকের মওদুদ দাতার অভিযোগ এনে, চেয়ারম্যান রাসেল আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। ২৫ এপ্রিল মঙ্গলবার অভিযোগটি দায়ের করা হয়। নামেমাত্র কাজ করে এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে এলাকাবাসীর পক্ষে বংশিকুন্ডা গ্রামের, সানোয়ার হোসেন খোকা বাদী হয়ে মধ্যনগর উপজেলার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন ।
অভিযোগ থেকে জানা গেছে, উপজলার বংশিকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ দায়িত্ব পাওয়ার পর থেকেই এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন পকল্পের বরাদ্দকৃত টি আর কাবিখার কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে প্রকাশ বিগত ২০২০-২০২১ অর্থবছরের এলজিএসপি’র’ ১৭ লাখ ও ২০২১-২০২২ অর্থবছরের এলজিএসপি’র’ ১১ লাখ টাকার কাজ নয়ছয় দেখিয়ে, নিয়ম বহির্ভূত করে টাকা উত্তোলন করে সাকুল্য টাকা আত্মসাৎ করেছেন।
এছাড়াও একই কায়দায় ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিআর ও কাবিখা প্রকল্পের লাখ-লখ টাকা আত্মসাৎ করে আসছেন তিনি।
শুধু তাই নয় চেয়ারম্যান রাসেল আহম্মেদ এলাকায় মাদক কারবারি ও মাদক সেবনকারী লোকজনের সাথে ঘনিষ্ঠতা রেখেছেন এবং তাদের মধ্যে যোগসাজশ থাকায়,এলাকায় ব্যাপক হাড়ে মাদকের বিস্তার লাভ করছে। এতে করে তিনি এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান রাসেল আহম্মেদ বলেন,আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমার সুনাম নষ্ট করার জন্যই এলাকার একটি কুচক্রি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ কৌশল হিসেবে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।