এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হল রুমে ৫মার্চ রবিবার দুপুরে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চলমান রবি মৌসুমে বোরো ধানের রোগ (ব্লাস্ট,বিএলবি) ও পোকার (মাজরা) প্রতিকার সম্পর্কে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সার, বীজ, কীটনাশক ডিলার ও কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,ধর্মপাশা কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না,উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান বিপ্লব প্রমুখ।
কৃষি কর্মকর্তা মীর হাসান আলবান্না বলেন-এ অঞ্চলে বোরো ধানের বেশির ভাগ জমিতে ব্লাস্টের রোগ দেখা যায়। ব্লাস্টের লক্ষণ : আক্রান্ত পাতায় ছোট ছোট (চোখের মত) দাগ, গিট কালো হয়ে দূর্বল হয়ে যায়,শীষ শুকিয়ে চিটা হয়ে যায়।
এই রোগের প্রতিকারের জন্য জমিতে ১-২ ইঞ্চি পানি ধরে রাখতে হবে,ইউরিয়া সার উপরি প্রয়োগ করা যাবে না, বিঘা প্রতি ৫ কেজি এমওপি (লাল সার) প্রয়োগ করতে এবং ৫ শতাংশ জমির জন্য ৮ গ্রাম ব্লাস্টিন /নাটিভো /দিফা /ট্রুপার অথবা ২০ মিলি ফিলিয়া ১০ লিটার পানির সাথে মিশিয়ে ৭ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে বলে পরামর্শ দেন।