এম এ মান্নান,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে, মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে । সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগনের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন বৃদ্ধি বিষয়ক নিয়ে,
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি -৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় ৮৩ টি ল্যপটপ বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহসান উল্লাহ মুকুল, মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক নাজমুল, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। এছাড়াও বক্তব্য দেন, প্রধান শিক্ষক শামিউল কিবরিয়া তালুকদার, আঃ রাশিদ আলম, রমারঞ্জন সরকার, পূরন্জয় তালুকদার,পপি সরকার,পান্না রায় প্রমুখ।