এম এ মান্নান, মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ ডিসেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন,বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, ইউনুস আলী,মধ্যনগর ইউপি
চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার, চামরদানী ইউপি চেয়ারম্যান মো.আলমগীর খসরু,বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান মো.নুরুন্নবী তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহম্মেদ,মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,
চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম জিলানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, নির্বাহী সভাপতি মোঃ আতিক ফারুকী, যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ,উপজেলা মৎস্যলীগের আহবায়ক রুহুল আমীন খান,এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২