মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়্যালে গৃহহীন ১৪৯ টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে, ৯ আগষ্ঠ বুধবার সকাল দশটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে এ উপহার হস্তান্তর করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার অলিদুজ্জান এবং ভার্চুয়্যালি সম্প্রচারে অংশ গ্রহন করেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেশের ২২,১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। তাদের একযোগে জমি সহ গৃহ হস্তান্তর কার্য্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এর আগে সকাল সাড়ে ৮ টার সময় মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী ভূমি কমিশনার অলিদুজ্জামানের সভাপতিত্ব ও শিক্ষক স্বপন কুমার কানু’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব,মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আতিকুর রহমান ফারুকী,আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দীন তালুকদার,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ও গৃহ সহ জমিপ্রাপ্ত উপকারভূগীদের মধ্যে সবিতা রানী দাস,আব্দুল তৌফিক ইসলাম প্রমুখ।বক্তাগন বাংলাদেশ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের এমন সহানুভূতিপুর্ণ উদ্যোগকে স্বাগতের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২